বিনোদন

ন্যাশনাল স্কুল ও ড্রামার চেয়ারম্যান পদে অভিনেতা পরেশ রাওয়াল

ন্যাশনাল স্কুল ও ড্রামার চেয়ারম্যান পদে অভিনেতা পরেশ রাওয়াল
অভিনেতা পরেশ রাওয়াল

ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান পদে বসানো হল অভিনেতা পরেশ রাওয়ালকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই সিদ্ধান্তের পর এনএসডির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দেশবাসীকে এই সুখবরটি দেওয়া হয়। কিংবদন্তী অভিনেতা ও বিজেপি নেতা রাওয়ালের টুইটার ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়।

এনএসডির টুইটে বলা হয়েছে, ‘‌আমরা অত্যন্ত খুশি হয়েছি যে সম্মানীয় রাষ্ট্রপতি এনএসডির চেয়ারম্যান হিসেবে কিংবদন্তী অভিনেতা, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত পরেশ রাওয়ালকে বেছে নিয়েছেন। আমরা, এনএসডি পরিবার তাঁকে গ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে রয়েছি। তিনি আমাদের পথপ্রদর্শক হলে উত্‍কৃষ্টতার বিচারে এনএসডি আরও উচ্চতা লাভ করবে।’‌

আরও পড়ুন : দোষ স্বীকার করতে বাধ্য করা হয়েছে: রিয়া

সংস্কৃতিমন্ত্রক থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, ‘আন্তরিক শুভেচ্ছা জানাই জাতীয় পুরস্কার প্রাপ্ত ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অভিনেতা পরেশ রাওয়ালকে।‌ তিনি এনএসডির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে এনএসডি আরও উন্নতির দিকে হাঁটবে।’‌

তিন দশকের বেশি সময় হয়ে গেল। প্রথম থেকেই পরেশ রাওয়াল ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন উল্লেখযোগ্য অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ১৯৯৪ সালে ‘‌উওহ্‌ চৌকরি’ এবং ‘‌স্যর’ ছবির জন্য‌ ‘‌বেস্ট সাপোর্টিং অ্যাক্টর’ হিসেবে‌ জাতীয় পুরস্কার পান। ২০১৪ সালে তাঁর হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার।

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button