কলকাতা

করবো লড়বো জিতবো’: কেকেআরকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

করবো লড়বো জিতবো': কেকেআরকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

শুরু হয়েছে আইপিএল। যদিও চলতি বছর করোনা আবহে ক্রিকেটপ্রেমীদের ভারী মন খারাপ। কারণ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চলছে খেলা। বুধবার কলকাতা নাইট রাইডার্স(কেকেআর) এবং মুম্বই ইন্ডিয়ানসের খেলা । এদিন খেলা শুরুর আগে কেকেআরকে টুইট করে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

টুইট করে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ‘করবো লড়বো জিতবো। ২০২০ সাল ইতিমধ্যেই ভারতের আত্মা হয়ে দাঁড়িয়েছে। ঘাম ঝরিয়ে চলছে লড়াই । চ্যাম্পিয়নদের আরও একটি সেট আজ মাঠে হিট হবে। প্রতিটি বাড়িতে আনন্দ আনার চেষ্টা করবে। আমার শুভেচ্ছা কেকেআর ‘।

আরও পড়ুুন: কেন্দ্রের প্রকল্পের টাকার কাটমানিতে ভোটে লড়তে চাইছেন মুখ্যমন্ত্রী: বাবুল সুপ্রিয়

উল্লেখ্য, যদি কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৩ মরসুমের অভিযান শুরু করত কেকেআর, তাহলে শহর জুড়ে থাকত উত্‍সবের আবহ। মাঠে বসে খেলার দেখার পরিস্থিতি না থাকলেও, আবেগে ভাসত গোটা তিলোত্তমা।

কিন্তু এবার আইপিএল হচ্ছে সুদূর আরবে। তবে বঙ্গবাসীর উত্‍সাহে কিন্তু কোনও ঘাটতি পড়েনি। সকাল থেকেই প্রিয় দল, প্রাণের দলকে টিভির পর্দাতেই সমর্থন জানানোর জন্য তৈরি হচ্ছে কেকেআর সমর্থকরা।

 

সুত্র:Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button