ঐতিহ্য মেনে দেশবাসীর স্বার্থে বিজেপির নতুন টিম নিঃস্বার্থভাবে কাজ করবে: মোদী
সদ্য ঘোষিত বিজেপির একাধিক নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের ঐতিহ্য মেনে দেশবাসীর স্বার্থে নতুন এই টিম নিঃস্বার্থভাবে কাজ করবে বলে আশাবাদী মোদী। দলের একাধিক কমিটিতে নবনিযুক্ত সদস্যরা গরিব ও প্রান্তিক শ্রেণির মানুষের স্বার্থে দলের কঠোর পরিশ্রম করবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী।
করোনা পরিস্থিতির জেরে দলের একাধিক কমিটি নতুন করে তৈরির প্রক্রিয়া থমকেছিল। শনিবার সেই কাজ সম্পূর্ণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। ঢেলে সাজালেন দলের একাধিক কমিটিকে। দলের কমিটিগুলিতে নতুন মুখ আনার পাশাপাশি প্রবীণদেরও সঙ্গে রাখলেন।
আরও পড়ুুন: একদিনে নমুনা পরীক্ষা প্রায় ১৫ লক্ষ
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদের দায়িত্ব দেওয়া হল মোট ১২ জনকে। এই ১২ জনের মধ্যে রয়েছেন, ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপিনেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়-সহ অন্যরা। বিজেপিরর যুব শাখার সভাপতি করা হয়েছে তরুণ সাংসদ তেজস্বী সূর্যকে।
সদ্য ঘোষিত বিজেপির মুখপাত্রদের তালিকায় রয়েছেন মোট ২৩ জন। প্রধান মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন সাংসদ অনিল বালুনি। অন্য নতুন মুখপাত্রদের মধ্যে রয়েছেন রাজীব চন্দ্রশেখর, রাজ্যবর্ধন সিং রাঠোর, সঞ্জু ভার্মা, ইকবাল সিং লালপুরার, অপরাজিতা সরঙ্গি, হিনা গ্যাভিট, এম কিকন, নূপুর শর্মা, রাজু বিস্তা ও কে কে শর্মা।