বলিউড

দেশের অ্যাওয়ার্ডগুলো এখন তামাশা: সাইফ

দেশের অ্যাওয়ার্ডগুলো এখন তামাশা: সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খান। যে কোনো বিষয়ে স্পষ্টভাবেই কথা বলতে পছন্দ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের অ্যাওয়ার্ড নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

সাইফ আলী খান বলেন, “সত্যি বলতে এগুলোতে আমার বিশ্বাস নেই। কয়েক বছর আগে আমাকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডাকা হয়। যখন সেখানে গেলাম আয়োজকদের মধ্যে উর্ধ্বতন একজন আমাকে বলেন, ‘আমরা আপনাকে সেরা অভিনেতার পুরস্কার দিতে চাই। কিন্তু এটি একটু ভিন্ন উপায়ে। আমরা কমেডি চরিত্রে সেরা অভিনেতা বিভাগে এটি দিব।”

আরও পড়ুন: আমির কন্যার বিকল্প পেশা

এই অভিনেতা মনে করেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে ব্যবসায়ীক মনোভাব শুরুর পর থেকে এটি তামাশায় পরিণত হয়েছে। তিনি বলেন, ‘এটি এখন পুরোপুরি তামাশায় পরিণত হয়েছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো এখন মঞ্চে পারফর্ম করে টাকা উপার্জনের একটি মাধ্যম। আমার কাছে অ্যাওয়ার্ডগুলোর গুরুত্ব এমনই। এটি আর কোনো সম্প্রদায়ের অনুষ্ঠান নেই।’

অভিনয়ের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন সাইফ। এর মধ্যে কিছু কিছু নিয়ে বিতর্কও রয়েছে। এই অভিনেতা বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর দিকে কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, যেগুলো হয়তো আমার প্রাপ্য ছিল না। এর মধ্যে হাম তুম সিনেমার জন্য পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে। তবে পরবর্তী সময়ে আমার যোগ্যতার প্রমাণ রেখেছি।’

 

আরও পড়ুন ::

Back to top button