জাতীয়

হাথরস মামলার দায়ভার এলাহাবাদ হাইকোর্টের হাতে

হাথরস মামলার দায়ভার এলাহাবাদ হাইকোর্টের হাতে

হাথরস মামলার দায়ভার পুরোপুরি এলাহাবাদ হাইকোর্টের হাতে তুলে দেওয়া উচিত। যোগী সরকারের আবেদনের জবাবে জানাল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত যেন সিবিআইয়ের তদন্তের ওপরে নজরদারি চালায়, আর্জি জানিয়েছিল যোগী সরকার। সঙ্গে প্রতিশ্রুতিও দিয়েছিল যে মৃতার পরিবারকে সর্বোচ্চ সুরক্ষা দেবে সরকার।

আরও পড়ুন: ২২ দিন ধরে তালাবন্ধ রেখে গণধর্ষণ ১৭ বছরের তরুণীকে! ঘটনায় স্তম্ভিত দেশ

কিন্তু প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন যে, এ বিষয়ে আর কোনও আবেদনের শুনানি হবে না। ইলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ ইতিমধ্যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করছে।

মঙ্গলবার থেকে হাথরস কাণ্ডের তদন্তের দায়ভার নিল সিবিআই। বুলগাঢ়ি গ্রামে মৃতার বাড়ি তদন্তের জন্য পৌঁছয় ডিএসপি সীমা পাহুজার নেতৃত্বাধীন সিবিআই-এর বিশেষ দল। এর আগে শিমলা ধর্ষণ এবং খুন মামলাও দক্ষতার সঙ্গে সামলিয়েছিলেন সীমা।

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button