পূর্ব মেদিনীপুর

বিজেপির শীর্ষ নেতৃত্বদের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও শুরু হয়েছে বিজেপির মণ্ডল প্রশিক্ষণ বর্গ ও কার্যকরীনী সভা

বিজেপির শীর্ষ নেতৃত্বদের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও শুরু হয়েছে বিজেপির মণ্ডল প্রশিক্ষণ বর্গ ও কার্যকরীনী সভা

পাঁশকুড়া: ২০২১ শের বিধানসভা নির্বাচনের সময়সীমা যতই এগিয়ে আসছে প্রতিটি রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি পর্বের উত্তেজনা যেন চরম আকার ধারণ করছে। ২০১৬ তে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে চুর্ন করে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা ব্যানার্জী।

কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে নানান প্রকল্প চালু করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। কণ্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথীর মতো একগুচ্ছ উন্নয়ন মূলক কাজ করেও রাজ্যের মানুষকে নিজের দলে ধরে রাখতে পারেনি তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী।

২০২১ শে’র বিধানসভার আগেই দলবদলে যেন হিড়িক পড়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ২০১৬ র বিধানসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন পরিবর্তন চাই, পরিবর্তন হয়েছে,সেই অনুসারে মানুষ ভোট দিয়ে বাংলায় জেঁকে বসে থাকা চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছিল জনগণ।

বিজেপির শীর্ষ নেতৃত্বদের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও শুরু হয়েছে বিজেপির মণ্ডল প্রশিক্ষণ বর্গ ও কার্যকরীনী সভা

তবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বার পরিবর্তন হবে বলে আশায় বুক বাঁধছে বিজেপি। সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন প্রান্তে করোনা আবহের মধ্যে ভার্চুয়াল জনসভা করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে, সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে দলের শক্তিবৃদ্ধি করে চলেছে রাজ্য বিজেপি।

রাজ্যের বিভিন্ন জায়গায় কাতারে কাতারে মানুষ জোড়াফুল ছেড়ে পদ্মফুল হাতে তুলে নিচ্ছে। সেকারনে বেশকিছু জায়গার মানুষজন তাঁরা সিপিএম, কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। যোগদানের হিড়িক পড়ে যায় জেলার বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুন: অজ্ঞাত পরিচয়ের যুবতীর মৃতদেহ উদ্ধার

পাঁশকুড়া ১নং ব্লকের কেশাপাট অঞ্চলে বিজেপির প্রশিক্ষণ বর্গ এবং কার্যকরীনী সভা অনুষ্ঠিত হয়। যে সভায় উপস্থিত ছিলেন কেশাপাট মন্ডলের মন্ডল সভাপতি শ্রী গোপাল সাহু এবং রাজ্য সদস্য মাইনরিটি মোর্চা সেখ সাদ্দাম হোসেন, ও পাঁশকুড়ার বিজেপির যুবনেতা মানস চক্রবর্তী, উপস্থিত ওবিসি মোর্চার রাজ্য সদস্য উমাচরণ মালাকার , সহ উপস্থিত জেলার সহ-সভাপতি শোয়তাভ হাজরা সহ অন্যান্য নেতৃত্বরা।

বিজেপির শীর্ষ নেতৃত্বদের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও শুরু হয়েছে বিজেপির মণ্ডল প্রশিক্ষণ বর্গ ও কার্যকরীনী সভা

২০২১ শে বিধানসভা নির্বাচনে ময়দানে নেমে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কং মমতা ব্যানার্জীকে সিংহাসন ধরে রেখে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করার চেষ্টায় আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছে ।

সেই মোতাবেক বৃহস্পতিবার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির একটি প্রশিক্ষণ ও কার্যকরীনী সভা অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কার কি দায়িত্ব, তা বুঝে নিচ্ছে বিজেপি নেতা কর্মীরা।

তাঁরা কিভাবে ময়দানে নেমে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব সারবে তা নিয়ে হয় বিশেষ আলোচনা সভা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রভাব বেশ বৃদ্ধি পেয়েছে যাঁর ফলে পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দলে ধরে রাখার একপ্রকার রণকৌশল চালিয়ে যাচ্ছে বলা যায়।

আরও পড়ুন ::

Back to top button