লাস্যময়ী সানজানা ব্যানার্জি
লাস্যময়ী অভিনেত্রী সানজানা ব্যানার্জির জন্ম ও বেড়ে ওঠা ওমানের রাজধানী মাসকটে। কলকাতায় দাদা-দাদির সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।
আর তখনই সুযোগ পেয়ে যান শ্রী-ভেঙ্কটেশ ফিল্মসের চলচ্চিত্রে। ২০১৮ সালের ১৩ জুলাই তার প্রথম ছবি ‘ফিদা’ মুক্তি পায়। ছবিটিতে ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
সানজানার পরিবার ওমানের মাসকটে থাকেন। সেখানেই সানজানা তার পড়াশোনা শেষ করেছেন। এরপর নিজের শহর কলকাতায় এসে রীতিমত নায়িকা বনে যান।
তিনি কলকাতায় স্নাতক গবেষণাও চালাচ্ছেন। সানজানা তার ব্যক্তিগত জীবনকে খুব ব্যক্তিগত রাখেন, এখনই কাউকে ডেটিং করছেন না। সানজানা বিড়াল খুব পছন্দ করে এবং তার “জো” নামে একটি বিড়ালও রয়েছে।
আরও পড়ুন: ফুল দিয়ে শরীর ঢেকে ট্রোলড ‘ঝুমা বৌদি’
সানজানা তার ডায়েটটি কঠোরভাবে অনুসরণ করে এবং সঠিক চিত্র পেতে তার খাদ্যাভাস বজায় রাখে।
সঞ্জনার আয়ের প্রধান উত্স মডেলিং, সিনেমা। তিনি প্রতি ছবিতে ১০-২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
এই অভিনেত্রী বর্তমানে বিলাসবহুল জীবনযাপন করছেন। সানজানার সংগ্রহে কয়েকটি বিলাসবহুল গাড়ি থাকলেও সেগুলো সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় নি।