পূর্ব মেদিনীপুর

রেশন ও মিডডে মিলে নিম্নমানের ছোলা, সিল পাশকুড়ার কৃষাণ মান্ডির সরকারি গোডাউন

রেশন ও মিডডে মিলে নিম্নমানের ছোলা, সিল পাশকুড়ার কৃষাণ মান্ডির সরকারি গোডাউন
প্রতিবেদকের তোলা ছবি

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: দিনের পর দিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেশন গ্রাহকরা ও বিভিন্ন স্কুল থেকে মিডডে মিলের যে ছোলা দেওয়া হচ্ছে ও সরকারি রেশন দোকান থেকে খাওয়ার অনুপযোগী ছোলা দেওয়া হচ্ছে।

ছোলাতে পোকা সহ শেওলা জাতীয় ধরা কালো আস্তরণ পড়ে যাওয়া ছোলা দেওয়া হচ্ছে। যা মানুষের খাওয়ার উপযুক্ত নয়। এই অভিযোগ পাওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন সরেজমিনে আজ দুপুরে মেছেদার সরকারি একটি রেশন দোকানে ডিলারের কাছে যান।

রেশন ও মিডডে মিলে নিম্নমানের ছোলা, সিল পাশকুড়ার কৃষাণ মান্ডির সরকারি গোডাউন
প্রতিবেদকের তোলা ছবি

সেখানে তিনি গিয়ে দেখেন যে ছোলা দেওয়া হচ্ছে তা অতি নিম্নমানের। এমন পরিস্থিতিতে রেশন ডিলার বলেন, এই ছোলা এম আর ডিলারের কাছ থেকে তারা পেয়েছেন। তাই তারা এই খারাপ ছোলা গ্রাহকদের দিতে বাধ্য হচ্ছেন।

সিরাজবাবু এম আর ডিলারদের ফোনে জানার চেষ্টা করেন এই নিম্নমানের ছোলা কোথা থেকে নিয়ে সরবরাহ করছেন। এম আর ডিলার জানান যে এই ছোলা তারা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কিষাণ মান্ডির মূল গোডাউন থেকে পাচ্ছেন।

আরও পড়ুন: দিলীপ ঘোষ করোনা আক্রান্ত তাই শুভেন্দু ভক্তদের ধাঁচেই দিলীপবাবুর সুস্থতা কামনায় বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বরা

খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন তৎক্ষণাৎ নিজে ও পুলিশ ও প্রশাসন এর আধিকারিক দের সঙ্গে নিয়ে পাঁশকুড়া  সরকারি কৃষাণ মান্ডিতে ছোলার গোডাউনে যান এবং সেখানে গিয়ে দেখেন সেখানেও একই রকম অবস্থা ছোলার।

রেশন ও মিডডে মিলে নিম্নমানের ছোলা, সিল পাশকুড়ার কৃষাণ মান্ডির সরকারি গোডাউন
প্রতিবেদকের তোলা ছবি

সিরাজবাবু পুলিশ ও জেলা খাদ্য দফতরের ইন্সপেক্টরের সামনে ওই গোডাউন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে গোডাউনটি তালা মেরে সিল করে দেন। তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় এই নিম্নমানের ছোলা গ্রাহক দের দেওয়া যাবে না।

নতুন ভাবে ফ্রেশ ছোলা দেওয়ার বেবস্থা করতে হবে। এই নিম্ন মানের ছোলা পূর্ব মেদিনীপুর জেলার মিড ডে মিলের স্কুলের ছাত্র ছাত্রী দেরও দেওয়া হচ্ছে যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আর অশান্তির খবর আছে দিনের পর দিন।

রেশন ও মিডডে মিলে নিম্নমানের ছোলা, সিল পাশকুড়ার কৃষাণ মান্ডির সরকারি গোডাউন
প্রতিবেদকের তোলা ছবি

ইতিমধ্যেই সিরাজ বাবু পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক জেলার জেলা পরিষদ এর সভাপতি পাশকুড়া বিডিও সাহেব কে জানিয়েছেন।

 

আরও পড়ুন ::

Back to top button