গোবরডাঙ্গা শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে গত ২২বছর ধরে দুর্গোৎসবের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশনের রীতি অনুযায়ী মহাঅষ্টমীর পূণ্য লগ্নে এখানে ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
আশ্রমের ই কুমারী পূজা উদযাপন।সম্পাদক স্বামী সত্যরূপানন্দ মহারাজ জানান করোনা পরিস্হিতিতে সরকারি বিধিনিষেধ মেনে এবছর সামাজিক দুরত্ব বজায় আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: বাড়িতেই দেবীদর্শন! ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির পটের সাজে দুর্গা
এই কুমারী পূজা উদযাপন। করোনা পরিস্হিতিতে গোবরডাঙ্গায় অনেক পূজা অনুষ্ঠিত হচ্ছে না। রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের এই পুজা উপলক্ষে গোবরডাঙ্গা সরকার পাড়ার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যনীয়।