Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার মুখ খুললেন ইমরান খান

ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার মুখ খুললেন ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার ইমরান অভিযোগ করেছেন, ‘ইসলামের ওপর আক্রমণ’ চালাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট।

গত সপ্তাহে মহানবীকে নিয়ে শ্রেণিকক্ষে ব্যঙ্গচিত্র দেখানোয় এক ফরাসি শিক্ষককে হত্যা করে চেচেন বংশোদ্ভূত এক মুসলিম। পরে পুলিশের অভিযানে হামলাকারী নিহত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাক্রন বলেছিলেন, ‘ইসলাম আমাদের ভবিষ্যতকে চায়’ বলে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে।

রোববার টুইটারে ইমরান লিখেছেন, ‘এটি এমন এক সময় যখন প্রেসিডেন্ট ম্যাক্রন চরমপন্থা দূর ও এটিকে ছাড় দেওয়া অস্বীকার করতে পারতেন, অথচ তিনি আরও মেরুকরণ এবং প্রান্তিককরণ করলেন, যা অনিবার্যভাবে মৌলবাদের দিকে নিয়ে যায়।’

আরও পড়ুন: প্রয়াত স্যামসাং চেয়ারম্যান লি কুন হি

আরেকটি টুইটে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, যেসব সন্ত্রাসী মুসলিম, শ্বেত শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শের হয়ে সন্ত্রাসী হামলা চালায়, তাদের পরিবর্তে তিনি ইসলামের ওপর হামলার মাধ্যমে ইসলাম আতঙ্ককে উৎসাহ দেওয়া বেছে নিয়েছেন।’

ইমরানের আগে শনিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছিলেন, ‘ম্যাক্রনের মানসিক চিকিৎসা প্রয়োজন।’

 

আরও পড়ুন ::

Back to top button