হলিউড

প্রয়াত‘জেমস বন্ড’খ্যাত অস্কারজয়ী অভিনেতা শন কনারি

প্রয়াত‘জেমস বন্ড’খ্যাত অস্কারজয়ী অভিনেতা শন কনারি - West Bengal News 24
অভিনেতা স্যার শন কনারি

২০২০ সালে চলচ্চিত্র দুনিয়ায় আরও এক নক্ষত্রপতন। মারা গেলেন হলিউডের প্রথম ‘জেমস বন্ড’খ্যাত অস্কারজয়ী স্কটিশ অভিনেতা স্যার শন কনারি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামার রাজধানী নাসাউতে নিজের আবাসস্থলে মারা যান তিনি। তার ছেলে জ্যাসন কনারির বরাত দিয়ে শনিবার (৩১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

আরও পড়ুন: বিয়ে করলেন স্কারলেট জোহানসন

‘জেমস বন্ড’ সিরিজের সাতটি চলচ্চিত্রে অভিনয় করা শন কনারি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত আগস্টেই নিজের জন্মদিনে উদযাপন করেছিলেন তিনি।

জ্যাসন কনারি জানান, স্যার শন কনারি কিছুদিন ধরে অসুস্থতায় ভোগার পর বাহামায় মারা গেছেন। এসময় তার আশপাশে পরিবারের সদস্যরাও ছিলেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য