আন্তর্জাতিক

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলা, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলা, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত ২২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। হামলার দায় স্বীকার করেছে আইএস।

সোমবার (০২ নভেম্বর) স্থানীয় সময় সকালে ক্যাম্পাসের ভেতরে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত ৩ অস্ত্রধারীরা। এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এতে, ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। পরে খবর পেয়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: ট্রাম্প না বাইডেন জটিল সমীকরণ

এসময়, দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত হয় অপর দুই বন্দুকধারী। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে আফগান-ইরান বইমেলা চলছিল বলে জানা গেছে। তবে, কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে, অ্যামেক নিউজ জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় আইএস দাবি করেছে, একটি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার পরে জড়ো হওয়া ৮০ জন আফগান বিচারক, তদন্তকারী ও নিরাপত্তা কর্মীকে হত্যা ও আহত করা হয়েছে।

আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী!

আরও পড়ুন ::

Back to top button