Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

সব থেকেও তাদের কিছু নেই

সব থেকেও তাদের কিছু নেই

অর্থ, সম্মান, প্রতিপত্তি কোনোকিছুরই অভাব নেই তাদের। নামী তারকা সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই সেভাবে বড়ো হয়েছেন। চাওয়া মাত্রই পেয়েছেন সবকিছু। এখন নিজেরাই কাজের দুনিয়ায় নেমে পড়েছেন। আয় করছেন কাড়ি কাড়ি টাকা। দুনিয়ায় চলার জন্য যাবতীয় সবকিছু পর্যাপ্ত থাকার পরও হতাশা আর অবসাদে ভোগেন তারা।

কাজের জগতে ছাপ ফেলার আগেই তারা পারিবারিক গরিমার আলোয় উজ্জ্বল। তবে এই পারিবারিক কৌলীন্য যতটা আলোকময়, ততটাই আঁধারে ঢাকা। বয়স অল্প হলেও, পরিবার-সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা তাদের অনেকটা পরিণত করে তুলেছে।

সম্প্রতি মানসিক অবসাদ নিয়ে মুখ খুলেছেন আমির খানের কন্যা ইরা, অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। মাস দুয়েক আগে গায়ের রং নিয়ে বৈষম্যমূলক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছিলেন শাহরুখ খানের কন্যা সুহানা।

সব রকম সুযোগ-সুবিধায় অভ্যস্ত এই তারকা-কন্যাদের অবসাদের কারণ নিয়ে সামাজিক মাধ্যমে অনেক জল্পনা। মধ্যবিত্ত মানসিকতা ছুঁতে পারে না তাদের। তাই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে বিশ্বের সামনে সামনে তারা তুলে ধরছেন চিন্তাভাবনার দোলাচল। তৈরি করছেন যুবসমাজের জন্য দৃষ্টান্ত।

গত এক মাস ধরেই ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন আমির-কন্যা ইরা। নিজেই ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন সেকথা। অভিনেত্রী কঙ্গনা রানাউতের কটাক্ষ, ছোট বয়সে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে ইরার মনে।

আরও পড়ুন: সিদ্ধান্তে অনড়! সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করছেন কিয়ারা আদভানী

সেই প্রসঙ্গ টেনেই আমিরের কন্যা জানিয়েছেন, তার বাবা ও মায়ের (রিনা দত্ত) বিচ্ছেদ শান্তিপূর্ণ ছিল। বিচ্ছেদের পর ইরা ও তার ভাই জুনায়েদের দায়িত্বপালনে কোনো ত্রুটি রাখেননি আমির ও রিনা। তাই এই বিচ্ছেদ তার অবসাদের কারণ নয়।

এই প্রসঙ্গেই মনে করা যেতে পারে, সাইফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা সারার বক্তব্য। তার ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এর প্রচারে এবং তারপরও তিনি বারবার সম্মুখীন হয়েছেন সাইফ-অমৃতার বিচ্ছেদ সম্পর্কিত প্রশ্নের।

সারা বরাবরই বলেছেন, ‘দু’জন মানুষের অনিচ্ছাসত্ত্বেও এক ছাদের নীচে থাকতে হবে, এমন কোনো কথা আছে কি? তারা নিজেরা খুশি না থাকলে সন্তানের খুশির দায়িত্ব নেবেন কী ভাবে?’ সারার বেড়ে ওঠায় তার বাবা-মায়ের বিচ্ছেদের কোনো কুপ্রভাব ছিল না বলেই তার মত।

অন্য দিকে ডিপ্রেশন নিয়ে নিজের মতামত প্রকাশ্যে এনেছেন শ্বেতা বচ্চনের কন্যা নব্যাও। নিজের কমিউনিটি হেলথ প্ল্যাটফর্মের লঞ্চ অনুষ্ঠানে নব্যা বলেন, ‘অনেক সময়েই এমন হয়েছে যে, আমি বুঝতে পারছিলাম অবসাদের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি।

কিন্তু সেটা নিয়ে কথা বলার তাগিদ অনুভব করিনি বা সমাধানের জন্য উদ্যোগী হইনি। সম্প্রতি আমি থেরাপি করিয়েছি, যার কথা আমার পরিবার জানে। কিন্তু বন্ধুদের বলিনি। এখন আগের চেয়ে স্বস্তিজনক জায়গায় রয়েছি মনে হয়।’

সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যু মানসিক স্বাস্থ্যের প্রশ্নটিকে গত কয়েক মাসে বড় প্রাসঙ্গিক করে তুলেছে। তবে কর্মজগতে পা রাখার আগে, এই তারকা-কন্যারা যেভাবে তাদের অভিজ্ঞতা নিয়ে সরব, তা আগামী প্রজন্ম সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয়।

 

আরও পড়ুন ::

Back to top button