দঃ ২৪ পরগনা

‘জি’ প্লট থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রে উল্টে গিয়েছে একটি মাছ ধরার ট্রলার

‘জি’ প্লট থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রে উল্টে গিয়েছে একটি মাছ ধরার ট্রলার

রবীন মজুমদার, দক্ষিণ ২৪ পরগনা : আবারও পশ্চিমবঙ্গ পুলিশের নাম উজ্জ্বল করলেন আট পুলিশকর্মী। গত ২-রা নভেম্বর, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হঠাৎই খবর এসে পৌঁছায় দক্ষিণ ২৪ পরগণা জেলায় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট-এর আওতাধীন কাকদ্বীপ মহকুমার অন্তর্গত গোবর্ধনপুর থানার ওসি, এস.আই অজয় কুমার চন্দের কাছে।

‘জি’ প্লট থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রে উল্টে গিয়েছে একটি মাছ ধরার ট্রলার। এক মুহূর্তও দেরি না করে তিনি ফাস্ট ইন্টারসেপ্টর বোট (FIB) নিয়ে উদ্ধার অভিযানে বেরিয়ে পড়েন তাঁর দলবল নিয়ে, সঙ্গে ছিল আরও দুটি ট্রলার।

আরও পড়ুন: মা উড়ালপুলে ফের জখম পুলিশ কর্মী

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়, মূলত চাঁদের আলোর সাহায্যে, পাড় থেকে অনেকটা দূরে ডুবতে থাকা ১২ জন মৎস্যজীবীকে যখন খুঁজে পায় উদ্ধারকারী দল, তখন জলের তোড় তাঁদের ঠেলে দিচ্ছে আরও গভীর সমুদ্রের দিকে, সেই সময় লাইফ জ্যাকেটের কল্যাণে কোনোমতে ভেসে আছেন তাঁরা।

‘জি’ প্লট থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রে উল্টে গিয়েছে একটি মাছ ধরার ট্রলার

নিজেদের জীবনকে বাজি রেখে যেভাবে ওই ১২ জনকে উদ্ধার করে অক্ষত অবস্থায় থানায় ফেরত নিয়ে আসেন পুলিশ কর্মীরা, তাকে অত্যাশ্চর্য বললেও কম বলা হবে।খবরটি প্রকাশ পাওয়ার পর গোবর্ধনপুর থানার ওসি এবং তাঁর সহকর্মীদের এই সাহসী পদক্ষেপের জন্য প্রশংসার ঝড় ওঠে সব মহলেই। তাঁরা প্রত্যেকেই কর্তব্য ও নিষ্ঠার সাথে ১২ জন জীবনকে রক্ষা করলো।

 

আরও পড়ুন ::

Back to top button