জাতীয়

৭৬ শিশুকে উদ্ধার,সোশ্যাল মিডিয়ার নতুন ‘হিরো’ দিল্লি পুলিশের সীমা

৭৬ শিশুকে উদ্ধার,সোশ্যাল মিডিয়ার নতুন 'হিরো' দিল্লি পুলিশের সীমা

মাত্র তিন মাসে ৭৬টি শিশুকে উদ্ধার করেছেন তিনি। পৌঁছে দিয়েছেন পরিবারের কাছে। সেই করতে গিয়ে কোভিডেও আক্রান্ত হয়েছেন। তবু কাজ থামাননি। কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ হতেই লেগে পড়েছেন কাজে। ঠিক এই কারণেই ‘‌আউট অফ টার্ন’‌ প্রোমোশন পেলেন দিল্লি পুলিশের কনস্টেবল রিনা ঢাকা।

এমনিতে পদোন্নতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এক জন পুলিশকর্মীকে। বছরে একবারই দেওয়া হয় পদোন্নতি। তাও ওপরের পদ খালি হলে তবেই সেখানে পৌঁছনো যায়। কিন্তু রিনার ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা হয়নি। কারণ তাঁর কাজ।

আরও পড়ুন: ‌সন্দেহজনক’‌ আচরণ দেখে সেনার উর্দিধারী ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ

মাত্র তিন মাসের মধ্যে তাঁকে পদোন্নতি দিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার এস এন শ্রীবাস্তব। উত্তর দিল্লির সময়পুর বাদলি থানার হেড কনস্টেবল রিনা। বিহার, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে ৭৬টি শিশুকে উদ্ধার করে এনেছেন।

তাদের মধ্যে ৫০ জনের বয়স ১৪ বছরের কম। রিনা জানালেন, এই কাজে তাঁকে সাহায্য করেছেন তাঁর ঊর্ধ্বতন পুলিশ কর্মীরা। আর তাড়িয়ে নিয়েছে তাঁর মাতৃত্ব। রিনার কথায়, ‘‌আমি এক জন মা। তাই কখনওই চাই না কোনও মা তাঁর সন্তানকে হারান।’‌

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button