জাতীয়

ভারতের কৃষক আন্দোলন: একঘেয়েমি কাটাতে ডিজে পার্টি!

ভারতের কৃষক আন্দোলন: একঘেয়েমি কাটাতে ডিজে পার্টি!

মোদি সরকারের নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সঙ্গে হরিয়ানা, পাঞ্জাবসহ অন্য রাজ্যগুলোর সংযোগপথ অবরুদ্ধ করে রেখেছেন ভারতীয় কৃষকরা। গত কয়েকদিন ধরে চলা এই আন্দোলনে একঘেয়েমি কাটাতে ডিজে সিস্টেমে গান বাজিয়ে নাচতে দেখা গেছে বেশ কয়কজন কৃষককে।

শুক্রবার রাতে দিল্লি এবং হরিয়ানা রাজ্যের সিংঘু সীমান্তে এই দৃশ্য দেখা যায়। এ নিয়ে একজন কৃষক বলেন, আমরা বেশ কয়েকদিন ধরে এখানে আছি। তবে এখানে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। এই কারণে আমরা ট্রাক্টরে ডিজে সিস্টেমের ব্যবস্থা করেছি।

কৃষক আন্দোলনে অংশ নিয়ে এপর্যন্ত অন্তত তিনজন মারা গেছেন। মৃত দুই কৃষকের পরিবারকে তাৎক্ষণিক পাঁচ লাখ রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার।

আরও পড়ুন ::

Back to top button