‘প্রথম ডেটে গিয়ে কখনোই চুমু খাই না’
অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন। এক সাক্ষাৎকারে ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
কিয়ারা জানান, প্রথম ডেটে গিয়ে চুমু খান না তিনি। এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি ডেটিং আমরা সেই ব্যক্তির সঙ্গেই করে থাকি, যাকে সত্যিই অনেক পছন্দ করি। তবে প্রথম ডেটে গিয়ে কখনোই চুমু খাই না। এজন্য একটু অপেক্ষা করাই।’
এদিকে অনেকদিন থেকে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এই অভিনেতার বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন কিয়ারা। যদিও প্রেমের বিষয়টি বরবরই অস্বীকার করেন এই জুটি।
সাক্ষাৎকারে কিয়ার বলেন, ‘এখন পর্যন্ত আমি সিঙ্গেল। সঠিক মানুষের জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জেরে অভিনেত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার
প্রথম প্রেম ও ব্রেকআপ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “দশম শ্রেণিতে পড়ার সময় প্রেম করেছি। ফোনে কথা বলার সময় আমার মা ধরে ফেলেন এবং বলেন, ‘তোমার এত বড় সাহস বোর্ড পরীক্ষার আগে প্রেম করছো, এখন কোনো ছেলের সঙ্গে কথা বলতে পারবে না।’ কিন্তু আমার বয়ফ্রেন্ড খুব ভালো ছাত্র ছিল। সে আমার রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অনেক সাহায্য করেছিল।”
সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত সিনেমা ‘ইন্দু কি জওয়ানি’। এছাড়া ‘ভুল ভুলাইয়া টু’, ‘শেরাশাহ’, ‘যুগ যুগ জিও’ সিনেমায় দেখা যাবে তাকে।