নিজস্ব সংবাদদাতা,জগৎবল্লভপুরঃ ৫০০ কোটির রাজনৈতিক পরামর্শদাতা। প্রশান্ত কিশোরকে উদ্দেশ্য করে রবিবার বিকেলে সদর হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার শিয়ালডাঙা আরজালি এলাকার প্রকাশ্য সমাবেশ থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জী। এদিন জগৎবল্লভপুর বিধানসভা ২ নং মন্ডল বিজেপি নেতৃত্বের উদ্যোগে আয়োজিত প্রকাশ্য সভামঞ্চ থেকে এমনি বিস্ফোরক অভিযোগের পাশাপাশি আরও বলেন “এত টাকা কোথায় থেকে এলো তৃণমূল কংগ্রেসের সেটা তদন্ত করে দেখা উচিত “।
আরও পড়ুন : ঝাড়গ্রামের পটভূমিতে বাংলা ছবি ‘ইস্কাবন’
খেলা হবে প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা রাজীব ব্যানার্জী। তিনি বলেন খেলা হবে। খেলা হবে মানে কী ক্রীকেট,ফুটবল,কবাডি,হাডুডু খেলার কথা বলছেন তৃণমূল কংগ্রেস নেতারা। এটা একটা ধমকানি। ভাষা সন্ত্রাস। ভোটের সময় রক্তক্ষয়ী সন্ত্রাসের খেলার কথা বোঝাতে চাইছেন। বাংলার মানুষ সব জানে,বুঝতেও পারছে। তাই তাদের হারাতে প্রস্তুত সাধারণ মানুষ।
এদিনের এই সভায় রাজীব ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা,মন্ডল সভাপতি সৌমেন্দ্রনাথ কাঁড়ার সহ অন্যান্যরা।