আন্তর্জাতিক

সু চি’র বিরুদ্ধে আরও একটি মামলা

সু চি’র বিরুদ্ধে আরও একটি মামলা - West Bengal News 24

মিয়ানমারের সামরিক জান্তা দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে আরেকটি মামলা করেছে। বৃহস্পতিবার সু চির আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : মিয়ানমারের মৃত্যুমিছিলের কথা সম্ভবত জানেনই না বন্দি সু চি!

সু চির আইনজীবী দলের প্রধান খিন মং জ টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, সু চি, তার তিন সাবেক মন্ত্রী এবং আটককৃত অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক সিন টার্নেলের বিরুদ্ধে ইয়াঙ্গুনের আদালতে সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। দুদিন আগে নতুন এই মামলা সম্পর্কে তিনি জানতে পেরেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

তবে এ ব্যাপারে জান্তার মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় গৃহবন্দি করা হয় সু চিকে। আটকের দিনই সু চির বিরুদ্ধে ছয়টি রেডিও অবৈধভাবে আমদানি এবং করোনাভাইরাস প্রটোকল ভঙ্গের অভিযোগে মামলা করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে আরও দু’টি মামলা করা হয়।

আরও পড়ুন ::

Back to top button