আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪৪ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪৪ জনের মৃত্যু - West Bengal News 24

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

রোবাবর সকালে দেশটির পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : তৃতীয়বারের মতো লকডাউনে গেল ফ্রান্স

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফ্লোরস দ্বীপে ইস্টার সানডের কয়েক ঘণ্টা আগে থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়। বন্যায় বাড়ি-ঘর, ব্রিজ এবং রাস্তা-ঘাঁট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেকেই মাটিচাপা পড়ে আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ায় ভূমিধস এবং আকস্মিক বন্যার ঘটনা প্রায় দেখা যায়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভার সুমেদাং শহরে বৃষ্টি, বন্যা ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে বোর্নো এলাকায় ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন ::

Back to top button