আন্তর্জাতিক

চীনে ট্রাক ও বাস সংঘর্ষ, নিহত ১১

চীনে ট্রাক ও বাস সংঘর্ষ, নিহত ১১ - West Bengal News 24

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংজু প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।

রোববার (৪ এপ্রিল) সকালে শেনইয়াং-হাইকু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

আরো পড়ুন : ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪৪ জনের মৃত্যু

প্রাথমিক তদন্তে দেখা গেছে বাসটি সাংহাই ও গুয়ানইয়ানের মধ্যে চলাচল করতো। দুর্ঘটনার সময় ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল না।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অধিকতর তদন্ত করা হচ্ছে।

অতিরিক্ত গতি, বিপজ্জনক পাসিং, ফিটনেসবিহীন যানবাহন ও অবসাদগ্রস্ত চালকের কারণে চীনে প্রায় প্রতিনিয়তই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস অনুসারে, ২০১৯ সালে দেশটিতে প্রায় দুই লাখ ৪৮ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। আর এসব সড়ক দুর্ঘটনায় ৬৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button