বিচিত্রতা

যেখানে ঘুরতে গেলে আপনাকে দেয়া হবে ১৮ হাজার টাকা

যেখানে ঘুরতে গেলে আপনাকে দেয়া হবে ১৮ হাজার টাকা - West Bengal News 24

করোনায় জর্জরিত পুরো বিশ্ব। ফলে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। তাই নিজেদের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাদ যায়নি দ্বীপরাষ্ট্র মাল্টাও।

দেশটির অর্থনীতি ২৭ শতাংশ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পর্যটনের ওপর নির্ভরশীল। তাই পর্যটক টানতে, ভূমধ্যসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপে তিনদিন অবস্থান করলে বিদেশি পর্যটকদের প্রত্যেককে ২০০ ইউরো দেবে দেশটির সরকার। যা ভারতীয় মুল্য ১৭,৭৯৯ টাকা।

আরও পড়ুন : অ্যাটাক হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে কে এই সুন্দরী!

গত শুক্রবার (৯ এপ্রিল) মাল্টার পর্যটনমন্ত্রী ক্লেটন বার্তোলো এই স্কিমটি ঘোষণা করেন। গ্রীষ্মের ছুটিতে যারা মাল্টায় ঘুরতে যাবেন তাদের এই অর্থ দেয়া হবে।

ক্লেটন বলেন, জুনের আগেই মাল্টার বেশিরভাগ করোনা বিধিনিষেধ উঠে যাবে। এ সময় যেসব পর্যটক গ্রীষ্মের ছুটিতে স্থানীয় হোটেলের মাধ্যমে বুকিং করবেন, তারা এই টাকা পাবেন।

মন্ত্রী এও জানান, যেসব পর্যটক পাঁচতারকা হোটেলের বুকিং দেবেন, তাদেরকে মাল্টার ট্যুরিজম কর্তৃপক্ষ ১০০ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষ ১০০ ইউরো দেবে। যারা চারতারকা হোটেল বেছে নেবেন তারা মোট ১৫০ ইউরো পাবেন। তিনতারকা হোটেল বুকিং দিলে ১০০ ইউরো দেয়া হবে।

তাছাড়া মাল্টার মূল ভূখণ্ড থেকে তিন কিলোমিটার উত্তরে ছোট দ্বীপ গোজোর হোটেলগুলো বুকিং করলে ১০ শতাংশ বেশি দেওয়া হবে পর্যটকদের।

আরও পড়ুন ::

Back to top button