জাতীয়

দিল্লিতে একদিনে রেকর্ড সংক্রমণ, বোর্ড পরীক্ষা বাতিলের আর্জি

দিল্লিতে একদিনে রেকর্ড সংক্রমণ, বোর্ড পরীক্ষা বাতিলের আর্জি - West Bengal News 24

এ যাবতকালের মধ্যে রাজধানী নয়া দিল্লিতে সর্বোচ্চ সংখ্যক মানুষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা ১৩ হাজার ৫০০। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৬ হাজার ৭৮৮।

এ নিয়ে টানা তিনদিন সেখানে রেকর্ড পরিমাণ সংক্রমণ দেখা দিয়েছে। এমন অবস্থায় মাধ্যমিক পর্যায়ের বোর্ড পরীক্ষা বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন : রুশ টিকা ‘স্পুটনিক ভি’ অনুমোদন দিল ভারত

তিনি মঙ্গলবার ভিডিও ভাষণে বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,৫০০ মানুষ। নভেম্বরে তৃতীয় দফা করোনা সংক্রমণ পিকে পৌঁছে। তখন একদিনে রেকর্ড হয়েছে সর্বোচ্চ ৮৫০০ মানুষ।

কিন্তু আমরা সবাই জানি চতুর্থ ঢেউ আরো বেশি বিপজ্জনক। এই দফায় শিশু এবং যুব সমাজও আক্রান্ত হচ্ছে। তাই সবাইকে অনুরোধ জানাই একান্তই প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বের হবেন না। এ খবর দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম।

আরও পড়ুন ::

Back to top button