খেলা

বরখাস্ত হলেন মরিনহো

বরখাস্ত হলেন মরিনহো - West Bengal News 24

চাকরি হারিয়েছেন কোচ হোসে মরিনহো। দলের পারফরম্যান্স খারাপ হওয়ায় স্পেশাল ওয়ান এ কোচকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার।

মাউরিসিও পচেত্তিনোর কাছ থেকে স্পারদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মরিনহো। মাত্র ১৭ মাস না যেতেই ক্লাব ছাড়তে হলো তাকেও।

মরিনহো টটেনহ্যামের সঙ্গে চুক্তি করেন ২০১৯ সালের নভেম্বর। কিন্তু এতদিনেও দলের পারফরম্যান্সে উন্নতি হয়নি। তার অধীনে টটেনহ্যাম গত মৌসুমে লিগ শেষ করে ষষ্ঠ স্থানে থাকে।

আরও পড়ুন : ১ পয়েন্ট পেয়েও খুশি জিদান

চলতি মৌসুমে এখন সপ্তম স্থানে স্পার শিবির। গত ৩ লিগ ম্যাচ থেকে তারা পেয়েছে মাত্র ২ পয়েন্ট। আর মার্চে তো ইংলিশ জায়ান্ট ক্লাবটি বিদায় নিয়েছে ইউরোপা লিগ থেকে।

যদিও ইংলিশ লিগ কাপ জয়ের হাতছানি এখনও রয়েছে টটেনহ্যামের সামনে। ২৫ এপ্রিলের ফাইনালে তাদের প্রতিপক্ষ কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে তার আগেই মরিনহোরকে বিদায় করে দিল লন্ডনের ক্লাবটি।

রোববার অন্য পাঁচ প্রিমিয়ার লিগের ক্লাবের সঙ্গে টটেনহ্যামও জানিয়েছে, তারা নতুন ফুটবল টুর্নামেন্ট ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিবে। তার একদিন বাদেই দিল মরিনহোকে ছাঁটাই করার খারাপ খবরটি।

আরও পড়ুন ::

Back to top button