বলিউড

এবার করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন পাঠালেন Sushmita Sen

এবার করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন পাঠালেন Sushmita Sen - West Bengal News 24

করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিল্লির এক হাসপাতালে পাঠিয়েছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউডের তারকা অভিনেত্রী সুস্মিতা সেন। এ কাজের জন্যও নেটজনতার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

অক্সিজেন না থাকায় ভেঙে পড়েছেন মুম্বাইয়ের শান্তি মুকুন্দ হাসপাতালের সিইও সুনীল সাগ্গর। সেই ভিডিওটি টুইট করে সুস্মিতা লিখেছেন, ‘এই ঘটনা হৃদয়বিদারক। সব জায়গায় অক্সিজেনের সঙ্কট। আমি এই হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছি। কিন্তু মুম্বাই থেকে দিল্লিতে পাঠাতে পারছি না। আমাকে একটু সাহায্য করুন।’

আর এতেই বাঁধে বিপত্তি। দেশের মধ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেশি মহারাষ্ট্রেই। তবুও কেন মুম্বাই থেকে দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছেন নায়িকা, এই উদ্যোগ অনেকেই ভালোভাবে নেননি। একজন তার পোস্টে মন্তব্য করেন, ‘অক্সিজেন সঙ্কট সব জায়গায় হলে শুধুমাত্র দিল্লিতে পাঠাচ্ছেন কেন! মুম্বাইয়েও তো হাসপাতাল রয়েছে।’ তার জবাবে সুস্মিতা টুইট করেন, ‘মুম্বাইয়ে এখনও অক্সিজেন সিলিন্ডার পরিমিত। তবে দিল্লিতে দরকার। বিশেষ করে এই ধরনের ছোট হাসপাতালগুলির প্রয়োজন। পারলে সাহায্য করুন।’

তবে শত বাঁধা পেরিয়ে দিল্লির সেই হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাতে পেরেছেন সুস্মিতা সেন। টুইটারে তিনি লিখেছেন, ‘দারুণ সুখবর। টুইটার বন্ধুদের ধন্যবাদ। মুম্বাই থেকে দিল্লির হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে গেছে। আমি কৃতজ্ঞ।’

সূত্র: জি নিউজ

আরও পড়ুন ::

Back to top button