জাতীয়

ভারতে নির্মিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র

ভারতে নির্মিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারত। সবথেকে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের। সেই মহারাষ্ট্রেই নির্মিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই সংবাদ নিয়ে আনন্দ করা বা গর্ব করার পরিস্থিতিতে নেই রাজ্যটি।

মহারাষ্ট্রের জৈতাপুরে একযোগে কাজ করবে ফ্রান্সের ইডিএফ এবং আমেরিকার জিই স্টিম পাওয়ার। তবে ফরাসি সংস্থা ইডিএফ-ই মূলত এই প্রকল্পের কাজে সাহায্য করবে। মাসকয়েকের মধ্যেই এ নিয়ে চুক্তি সম্পূর্ণ হবে বলে জানিয়েছে তারা।

দুই সংস্থা মিলে ছ’টি ইপিয়ার পরমাণু চুল্লি বানাবে বলে জানা গেছে। ভবিষ্যতে ১০ গিগাওয়াট বা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত উত্‍পাদন করতে সক্ষম হবে কেন্দ্রটি। যা দিয়ে অন্তত সাত কোটি পরিবারের বিদ্যুতের জোগান দেওয়া যাবে বলা আশা করা হচ্ছে। এও জানা গেছে, এই পরমাণু কেন্দ্র তৈরির প্রোজেক্ট শেষ হতে সময় লাগবে আনুমানিক ১৫ বছর। স্থানীয় বহু মানুষের কর্মসংস্থানের সুবিধা হবে বলেও জানিয়েছে ফরাসি সংস্থাটি।

সূত্র:আজকাল

আরও পড়ুন ::

Back to top button