রাজ্য

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে শপিং মল-সিনেমা হল-পার্লার, নয়া নির্দেশিকা রাজ্যের,

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে শপিং মল-সিনেমা হল-পার্লার, নয়া নির্দেশিকা রাজ্যের, - West Bengal News 24

রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণষ এই পরিস্থিতিতে ফের একবার নিয়ন্ত্রণবিধি জারি করল রাজ্য সরকার। আজ থেকেই লাগু হচ্ছে নয়া নির্দেশিকা। সেখানে উল্লেখ, অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম। নিষিদ্ধ হচ্ছে রাজনৈতিক, সামাদিক ও ধর্মীয় জমায়েত।

বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা ও বিকেলে ৩টে থেকে ৫টা পর্যন্ত।

তবে, জরুরী পরিষেবা ও সামগ্রীর দোকান খোলা থাকবে।

সুত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন ::

Back to top button