আন্তর্জাতিক

যুদ্ধের প্রস্তুতি শুরু করছে ইসরায়েল

যুদ্ধের প্রস্তুতি শুরু করছে ইসরায়েল - West Bengal News 24

গত কয়েকদিনে অন্তত ৮৩ জন ফিলিস্তিনিকে হত্যার পর এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল। এরইমধ্যে গাজা সীমান্তে অতিরিক্ত ভারি অস্ত্র ও সেনা মোতায়েন করা হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়, ইসরায়েলি সেনারা সম্মুখ সমরের প্রস্ততি নিচ্ছে। ২০০৮-০৯ ও ২০১৪ সালে ইসরায়েল ও গাজার মধ্যে সামরিক যুদ্ধের সময় ইসরায়েলকে এমন প্রস্তুতি নিতে দেখা যায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বিবিসিকে বলেন, গাজা সীমান্ত অভিমুখে অতিরিক্ত আরও সেনা পাঠানো হয়েছে। রিজার্ভে থাকা অতিরিক্ত ৩ হাজার সেনা সদস্য পাঠানো হয়েছে। সীমান্তের সামরিক কর্মকর্তাদের ইসরায়েল সরকার সব রকমের সম্ভাব্য ঘটনা এবং একটি সংঘাতের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button