রাজ্য

দিঘা থেকে মাত্র ২৪০ কিলোমিটার দূরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস

Cyclone Yaas Update : দিঘা থেকে মাত্র ২৪০ কিলোমিটার দূরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস - West Bengal News 24

দিঘা থেকে মাত্র ২৪০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। সাগর থেকে ২৩০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় (Cyclone)।

অন্যদিকে ওড়িশার পারাদ্বীপ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। ফলে বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ইয়াসের প্রভাবে যাতে সাধারণ মানুষের জীবন যাতে বিপর্যস্ত হতে না পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)) জানান, ১১.৫ লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে।

এসবের পাশাপাশি মঙ্গলবার নৈহাটি (Naihati) এবং হালিশহরে ‘মিনি টর্নেডোর’ প্রভাবে ৪-৫জন আহত হয়েছেন। চূঁচুড়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৪০টি বাড়ি।

পাশাপাশি ঈয়াসের ল্যান্ডফলের আগে দুর্যোগের জেরে পাণ্ডুয়ায় বজ্রপাতের জেরে ২ জনের মৃত্যু হয় বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ::

Back to top button