আন্তর্জাতিক

গাজার যুদ্ধবিরতি শক্তিশালী করতে মিসর-যুক্তরাষ্ট্র কাজ করছে: মার্কিন সেক্রেটারি

গাজার যুদ্ধবিরতি শক্তিশালী করতে মিসর-যুক্তরাষ্ট্র কাজ করছে: মার্কিন সেক্রেটারি - West Bengal News 24

ইসরায়েল ও প্যালেস্টাইনিদের মধ্যে যুদ্ধবিরতি শক্তিশালী করতে মিসর ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে বলে জানিয়েছে। মার্কিন স্টেট সেক্রেটারি এন্টনি ব্লিঙ্কেন সম্প্রতি কায়রো ও আম্মানে আঞ্চলিক সফর শেষ করার পর এ সংবাদ এসেছে। বৃহস্পতিবার (২৭ মে) এসব জানিয়েছে বার্তাসংস্থা।

প্রতিবেদনে বলা হয়, গাজায় সংঘর্ষ করা দুই পক্ষের সঙ্গেই দীর্ঘ সম্পর্ক আছে মিসরের। কিছুদিন আগে ওই এলাকায় ১১ দিনব্যাপী সংঘর্ষ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিসরও।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি, পররাষ্ট্রমন্ত্রী সামেহ শকরি এবং ইন্টেলিজেন্স প্রধান আব্বাস কামালের সঙ্গে বৈঠক শেষে ব্লিঙ্কেন বলেন, ‘সংঘর্ষ রুখতে মিসর আমাদের কার্যকরি অংশীদার। যুক্তরাষ্ট্র ও মিসর এখন ইতিবাচক কিছু তৈরি করতে একসঙ্গে কাজ করছে।’

জেরুজালেম ও রামাল্লা সফর শেষে গত মঙ্গলবার মিসরে আসেন ব্লিঙ্কেন। তিনি জানিয়েছেন, গাজা পুনর্নির্মাণে নতুন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রথমে ত্রাণ হিসেবে ৫৫ লাখ ডলার দেওয়া হবে। পরে জাতিসংঘের প্যালেস্টাইন সহায়তা এজেন্সির মাধ্যমে আরো প্রায় তিন কোটি ৩০ লাখ ডলার দেওয়া হবে।

আরও পড়ুন ::

Back to top button