নদীয়া

কৃষ্ণনগরে এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

মলয় দে

কৃষ্ণনগরে এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ - West Bengal News 24

চিকিৎসার চরম গাফিলতি কারণে পেসেন্টের মৃত্যুর অভিযোগ তুললো মৃতের ভাই শুক্রবার গভীর রাতে কৃষ্ণনগরে এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে, প্রসঙ্গত গত তিনদিন আগে বাইক দুর্ঘটনায় আহত হয় নদিয়ার নাকাসিপাড়া ব্লকের তৈবেচারা গ্রামের বাসিন্ধা

বিশ্বজিৎ মন্ডল বয়স ৩৫, পায়ে আঘাত ছিলো, পায়ের অপারেশন করতে হবে, পরিবার কৃষ্ণনগরে সদর হসপিটাল নিকট এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে, পরিবারের দাবি রক্ত কিনতে হয়েছে ২ বোতল ৩৪০০ টাকা, এবং কোভিড টেস্ট হয়েছে তার জন্য ১২০০ টাকা জমা করতে বলা হয়, পেসেন্টের ভাই ভবানী মন্ডল জমা করে, পেশেন্ট কথাবার্তা সব বলছিল,এর পর শুক্রবার রাতে অপারেশান হয় তার পরে বলা হয় পেশেন্ট মারা গেছে, তখনই পরিবার ভেঙে পরে, বাইক দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙেছে,তার জন্য চিকিৎসা করাতে গিয়ে মারা গেলো কি করে ?

এই প্রশ্ন তুলে মৃতের পরিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ করে,পুলিশ অভিযোগ পেয়ে মৃতদেহ নার্সিংহোমে থেকে বার করে পুলিশ মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য, আগামী কাল ময়নাতদন্ত হবে, মৃতের পরিবার চাইছে সঠিক তদন্ত হোক বিচার হোক প্রশাসনের উপর ভরসা আছে,চিকিৎসার সমস্ত কাগজপত্র চাইতে গেলে নার্সিংহোমে এর পক্ষ থেকে তা ছিড়ে ফেলা হয় বলে জানান মৃতের ভাই, এবং চরম দুর্ব্যবহার করেছে নার্সিংহোম স্টাফরা, তবে আমাদের সাথে কোনো কথা বলতে চায় নি নার্সিংহোম কর্তৃপক্ষ।

আরও পড়ুন ::

Back to top button