জাতীয়

মাস্ক না পরা নিয়ে বচসা, ব্যাঙ্কের মধ্যে কাস্টমারকে গুলি নিরাপত্তারক্ষীর

মাস্ক না পরা নিয়ে বচসা, ব্যাঙ্কের মধ্যে কাস্টমারকে গুলি নিরাপত্তারক্ষীর - West Bengal News 24

করোনা থেকে বাঁচতে বিধিনিষেধ মানুন। মাস্ক পড়ুন। দূরত্ববিধি বজায় রাখুন। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বরেলিতে ঘটে গেল মর্মান্তিক কাণ্ড। শুক্রবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় গিয়েছিলেন রেলকর্মী রাজেশ কুমার। সঙ্গে ছিলেন স্ত্রী। রাজেশের মুখে মাস্ক ছিল না। আর তা নিয়েই ব্যাঙ্কের ভিতরে বেসরকারি সংস্থার এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা শুরু হয় রাজেশের।

আচমকাই রাজেশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ওই নিরাপত্তারক্ষী। রক্তাক্ত অবস্থায় ব্যাঙ্কের ভিতরেই তিনি লুটিয়ে পড়েন। তাঁর উরু দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে। ঘটনার একটি ২৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে শোনা গেছে, রাজেশের স্ত্রী বলছেন, ‘‌কেন গুলি চালালেন আপনি?‌’‌ তৃতীয় এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘‌আপনি এভাবে গুলি চালালেন কেন?‌ বুঝতে পারছেন, এখন আপনাকে জেলে যেতে হবে।’‌

ঘটনার পরই রাজেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভাল আছেন। ওই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। তবে ওই নিরাপত্তারক্ষী দাবি করেছেন, ‘‌আমিও আহত হয়েছি। জামার বোতাম ছিড়ে গেছে। ধস্তাধস্তিতে বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছিল। ওই ব্যক্তির মুখে মাস্ক ছিল না। আমি অনুরোধ করার পর উনি মাস্ক পড়েন। কিন্তু এরপরই আমার সঙ্গে তর্ক জুড়ে দেন। ধস্তাধস্তিতে আচমকাই গুলি চলে যায়।’‌

রাজেশের এক আত্মীয় বচসার কথা স্বীকার করলেও তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবেই গুলি চালানো হয়েছে। ওই আত্মীয়ের কথায়, ‘‌ব্যাঙ্কে ঢোকার সময় ওই নিরাপত্তারক্ষী মাস্ক পরতে বলেছিল। এরপর রাজেশ মাস্ক পরার ওই নিরাপত্তারক্ষী জানায় এখন লাঞ্চ টাইম। পরে আসুন। এরপর বচসা হয়। আচমকা নিরাপত্তারক্ষী গুলি চালিয়ে দেয়।’‌ পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাঙ্কের তরফে বচসার কথা স্বীকার করা হয়েছে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button