নদীয়া

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভুয়ো মেইল আইডি থেকে ভুতুড়ে মেইল পেয়ে হতবাক অধ্যাপকরা

মলয় দে

University of Kalyani : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভুয়ো মেইল আইডি থেকে ভুতুড়ে মেইল পেয়ে হতবাক অধ্যাপকরা - West Bengal News 24

আমি একটা মিটিং এ আছি, একটা গিফট ভাউচার কিনে আমাকে এখনই পাঠান। এই ভাষায় ই-মেল পেয়ে তাজ্জব হয়ে যাচ্ছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। কারণ, সেই মেল আসছে খোদ উপাচার্য মানস কুমার স্যানালের নামে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, অনলাইন প্রতারকদের খপ্পরে পড়েছেন মানসবাবু।

এই মেল পেয়ে খটকা লাগায় পরের মেলটি খুঁটিয়ে দেখে অধ্যাপকরা বুঝতে পারেন, সেটিতে মানসবাবুর নাম থাকলেও, আইডিটি তাঁর নয়। একটি ই কমার্সের গিফট ভাউচার কেনার নাম করে মেল গুলি অধ্যাপকদের কাছে যায়। এরপর সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করায় আকাশ থেকে পড়েন মানসবাবু। বুঝতে পারেন, অনলাইন দুর্বৃত্তদের খপ্পরে পড়েছেন তিনি।

ইতিমধ্যে মানসবাবু পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে টাঙানো হয়েছে নোটিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন ::

Back to top button