দঃ ২৪ পরগনা

আয় নেই, ঢাকুরিয়ায় বাসের ভিতরেই ‘আত্মহত্যা’ চালকের

আয় নেই, ঢাকুরিয়ায় বাসের ভিতরেই ‘আত্মহত্যা’ চালকের - West Bengal News 24

সাতসকালে ঢাকুরিয়া ৩৭ নম্বর রুটের বাস স্ট্যান্ডে এক মর্মান্তিক ছবি। ওই রুটের একটি বাসের ভেতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। দীর্ঘদিন অবসাদে ভুগে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি বলেই সূত্রের খবর।

বৃহস্পতিবার ঢাকুরিয়া ৩৭ নম্বর রুটের একটি বাসের ভেতর থেকে উদ্ধার হয় চালকের ঝুলন্ত দেহ। তাঁর নাম রঞ্জিত শ। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ৩৭ নম্বর রুটের বাস চালক ছিলেন। করোনা মহামারীর কারণে বেশ কিছু দিন ধরেই বাস চলাচল বন্ধ। ফলে রোজগার বন্ধ হয়েছে বহু আগেই। হাতে পর্যাপ্ত টাকা পয়সা নেই। যে কারণে দুবেলা দুমুঠো খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থও নেই।

যার জেরে অনেক দিন ধরেই অবসাদে ভুগছিলেন রঞ্জিত। তিনি ওই বাসের মধ্যেই ঘুমাতেন। কিন্তু আজ সকালে সেই বাসের ভেতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ। বাসের মালিক বাপি দত্ত জানিয়েছেন, রঞ্জিত এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন।

সুত্র : কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button