ত্রিপুরা

ত্রিপুরাতে কী তৃণমূলের সঙ্গে জোট করছে সিপিএম?‌ কী বললেন সীতারাম ইয়েচুরি

Tripura Election News Today : ত্রিপুরাতে কী তৃণমূলের সঙ্গে জোট করছে সিপিএম?‌ কী বললেন সীতারাম ইয়েচুরি - West Bengal News 24

একুশের বিধানসভা ভোটে বাংলায় বিপুল জয় পেয়েছে তৃণমূল। এবার তৃণমূলের লক্ষ্য দিল্লি দখল। আর সেই লক্ষ্যকে মাথায় রেখেই ভিন রাজ্যে সংগঠন বাড়াতে তত্‍পর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। পড়শি রাজ্য ত্রিপুরায় বিজেপিকে ২০২৩ বিধানসভা নির্বাচনে হারাতে মরিয়া হয়ে উঠেছেন অভিষেক ব্যানার্জি। আবার অন্য দিকে সিপিএমের লক্ষ্যও প্রায় এক। ত্রিপুরায় বিজেপিকে হারাতেই হবে। ফলে তৃণমূলের হাত ধরার প্রসঙ্গ উঠে আসছে সিপিএমের সামনে।

তৃণমূলের হাত ধরে লড়াই করবে সিপিএম এ প্রসঙ্গকে জিইয়ে রাখলেন খোদ সীতারাম ইয়েচুরি। এ প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘‌বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব। বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মার খেয়েছি। প্রতিরোধ করছি। নির্বাচন এখনও দূরে। গঙ্গা গিয়ে অনেক জল বয়ে যাবে। এটা আপনাদের জল্পনা। মূল কথা সিপিএম সেকুলার। বিজেপির বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছি। এটাও দেখতে হবে যে বিজেপির প্রধান টার্গেটও কিন্তু আমরা।’‌

তৃণমূলের সঙ্গে সমীকরণের জল্পনা উড়িয়ে দেননি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। কয়েকদিন আগে মানিক বাবু বলেছিলেন, ‘‌আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবতে হবে। ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির উপর ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে দল।’‌

প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে বিজেপিকে ঠেকাতে বামেরা তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পিছপা হবে না, এমনটাই জানিয়েছেন বিমান বসু। বামফ্রন্ট চেয়াম্যান বিমান বসুর কথায়, ‘বিজেপি ছাড়া অন্য যে কোনও দলের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত। বিজেপিকে হারাতেই হবে।’ তবে বিমান বসুর ভাবনার সঙ্গে একমত নন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কিংবা আরএসপি নেতৃত্ব। তাই মমতা ব্যানার্জির পরামর্শ মেনে সিপিএম এখন মূল শত্রু হিসাবে কাকে চিহ্নিত করে সেটাই এখন দেখার।

রাজনৈতিক মহলের মতে, সর্বভারতীয় ক্ষেত্রে জোটে বামেদের নিয়ে চলতে আপত্তি নেই মমতা ব্যানার্জির। বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দলকে একসঙ্গে নিয়ে চলতে আগ্রহী মমতা ব্যানার্জি। তবে মমতা ব্যানার্জির বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট বাম-‌কংগ্রেসকে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করা বন্ধ করতে হবে। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে না গিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠতে হবে।

বাম নেতা-‌কর্মীদের তৃণমূলে স্বাগত জানানো হলেও বামেদের সঙ্গে জোটের কোনও প্রশ্নই নেই বলে জানিয়েছন অভিষেক ব্যানার্জি। অভিষেকের কথায়, ‘‌সিপিএমের সঙ্গে জোটের প্রশ্নই নেই। ৩৪ বছর ধরে সিপিএম যে অত্যাচার করেছে তা দেখেছেন বাংলার মানুষ। বিজেপির বিরুদ্ধে একমাত্র বিকল্প তৃণমূল। সিপিএমের নেতা, কর্মীরা লড়াই করতে চাইলে স্বাগত।’‌

উল্লেখ্য, ত্রিপুরায় তৃণমূল কর্মী-‌সমর্থকদের গলায় উঠছে স্লোগান ‘‌খেলা হবে, খেলা হবে ত্রিপুরাতে খেলা হবে, ত্রিপুরা কইতাসে মমতা দি আইতাসে।’

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button