এবার মারবার্গ ভাইরাস নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আফ্রিকার দেশ গিনিতে মারবার্গ ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সতর্কবার্তায় বলা হয়েছে, মারবার্গ ভাইরাসে সংক্রমিতদের মৃত্যুর হার ৫০ ভাগ। ক্ষেত্রবিশেষে তা ৮০ ভাগও হতে পারে। বিজ্ঞানীরা বলেছেন, এই ভাইরাসের লক্ষণ ইবোলা ভাইরাসের মতই।
মারবার্গকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভাইরাসগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।
বিশ্বস্বাস্থ্য সংস্থা এই রোগের উপসর্গ হিসেবে জানিয়েছে, মারবার্গ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা মুখে কোনো ভাব প্রকাশ করতে পারে না। তাদের নাক দিয়ে রক্ত পড়ে। এছাড়া মাথাব্যথা, ডায়রিয়া, পেটে ব্যথা এবং বমির মতো সমস্যা দেখা যায়।
গিনিতে মারবার্গ ভাইরাসে একজনের মৃত্যুর খবর পাওয়ার পর ১৫৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন গিনির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
আরও পড়ুন : দখল নেয়া সরকারি অফিসে তালেবানের নাচের ভিডিও ভাইরাল
স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে, ২৫ জুলাই গিনির এক বাসিন্দার শরীরে মারবার্গ ভাইরাসের লক্ষণ দেখা যায়। ১ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিনই তিনি মারা যান। পরে জানা যায়, তিনি মারবার্গ ভাইরাসে আক্রান্ত ছিলেন।
তারা বলেন, এই ১৫৫ জন মৃত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার সীমান্তের কাছাকাছি গুয়েকেডু গ্রামে এ সংক্রমণ শনাক্ত হয়।
ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকিও উড়িয়ে দিচ্ছে না গিনির প্রশাসন। সতর্ক রয়েছে গিনির স্বাস্থ্য বিভাগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন, এই ভাইরাসের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এখনও অনুমোদনপ্রাপ্ত কোনও ভ্যাকসিন নেই। তবে তা তৈরির কাজ চলছে।