আন্তর্জাতিক

আফগানিস্তান ছেড়ে পালিয়ে কোথায় গেলেন আশরাফ গনি

Ashraf Ghani : আফগানিস্তান ছেড়ে পালিয়ে কোথায় গেলেন আশরাফ গনি - West Bengal News 24

আফগানিস্তান (Afganistan) ছাড়লেন প্রেসিডেন্ট আশরফ ঘানি (Ashraf Ghani)। সূত্রের খবর, তিনি তাজিকিস্তান রওনা দিয়েছেন। সূত্রের খবর, ঘানির ঘনিষ্ঠ সহযোগীরাও দেশ ছেড়েছেন। এর আগে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদি বলেছিলেন যে রাষ্ট্রপতি দেশের সঙ্কট সমাধানে ক্ষমতা রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়েছেন।

মোহাম্মদি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল সোমবার দোহা যাবে। প্রতিনিধিদলে ইউনুস কানুনি, আহমদ ওয়ালি মাসুদ, মোহাম্মদ মহাকিক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা রয়েছেন।

আরো পড়ুন : কাবুল থেকে উড়ল শেষ এয়ার ইন্ডিয়ার বিমান, দিল্লি ফিরছেন ১২৯ ভারতীয়

তালিবানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাজনৈতিক চুক্তির পর ঘানি পদত্যাগ করবেন এবং ক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেবেন, এটাই ঠিক ছিল। এদিকে আফগানরা বলেছেন যে তাঁরা রাজনৈতিক নিষ্পত্তির মাধ্যমে দেশে চলমান হিংসার অবসান চান।

সূত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button