রাজ্য

গ্রামে ৫০ শতাংশ টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন, বড় ঘোষণা মমতার

গ্রামে ৫০ শতাংশ টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন, বড় ঘোষণা মমতার - West Bengal News 24

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ অনেকাংশেই কমেছে। কিন্তু তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা কাটছে না। এই পরিস্থিতিতে কবে সাধারণ মানুষের জন্য চলবে ট্রেন? উঠছে এই প্রশ্ন। এবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেলে তিনি জানান, তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞমহল। তাঁদের সুরক্ষা প্রসঙ্গ মাথায় রেখেই বেশি সতর্ক সরকার। গ্রামে টিকাকরণ সম্পন্ন হলেই চলবে লোকাল ট্রেন। কিছুদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হলে তবেই লোকাল ট্রেন চালানো হবে।

আরো পড়ুন : মাদার ডেয়ারির নাম বদলে বাংলা ডেয়ারি, জানালেন মমতা

এদিকে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুয়ারে সরকারের জন্য রাজ্যজুড়ে ২২ হাজারের বেশি ক্যাম্প করা হবে। ৩ দিনে দুয়ারে সরকারের আওতায় ৪৬ লাখ আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রী জানান, চিন্তার কোনও কারণ নেই, যোগ্য হলে সকলেই এই সুবিধা পাবেন।

জমির মিউটেশন, কাস্ট সার্টিফিকেটের জন্যও দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে গিয়ে আবেদন করা যাবে। এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে এখনও পর্যন্ত ৩০ লাখ আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন, লাইনে হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। প্রয়োজনে দুয়ারে সরকার ক্যাম্পের সময় আরও কয়েকদিন বৃদ্ধি করা হবে।

আরো পড়ুন : তিন দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন ৩০ লক্ষ জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রকে দুষে বলেন, ‘বর্তমানে রাজ্য ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন পাচ্ছে রাজ্য। কলকাতাতে এখনও পর্যন্ত ৭৫ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। হাওড়ায় এখনও পর্যন্ত ৮৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া হচ্ছে।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ডিভিসিকে জল ছাড়ার বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। আম্ফান, ফনি, ইয়াস এবং বুলবুলের সময় রাজ্যকে কোনও টাকা দেয়নি কেন্দ্র।’

এদিকে মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করার কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘মাদার নামটি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বাংলার জিনিসের নাম বাংলা হওয়াই ভালো।’

সূত্র : এই সময়

আরও পড়ুন ::

Back to top button