নদীয়া

আফগানিস্তান থেকে ফেরত আসা রানাঘাটের দুই যুবকের অভিজ্ঞতার গল্প (দেখুন ভিডিও)

মলয় দে

আফগানিস্তান থেকে ফেরত আসা রানাঘাটের দুই যুবকের অভিজ্ঞতার গল্প (দেখুন ভিডিও) - West Bengal News 24

আতঙ্কে কাঁপতে কাঁপতেই দুই বন্ধু আফগানিস্তানের কাবুল ছেড়েছিলেন। আতঙ্কের রেশ এখনও তাদের চোখে মুখে স্পষ্ট। নদীয়ার রানাঘাটের বেগোপাড়ার বাসিন্দা দুই বন্ধু আফগানিস্থান থেকে ফিরেছেন।

যদিও ওরা যখন ফিরেছিলেন,তখন কাবুল আক্রান্ত হয়নি। তবে আফগানিস্তানের আশেপাশের বিভিন্ন জায়গা দখল করে নিয়েছিল তালিবানি জঙ্গি গোষ্ঠী। শুনেছেন ওরা গ্রেনেড হামলা বোমাবাজি ,গুলি।

আরও পড়ুন : আজ নদীয়া জেলা জুড়ে পালিত হলো ভারতভুক্তি দিবস

যদিও ভালোভাবেই প্রাণে বাঁচি বেঁচে ফিরতে পেরেছেন দুই বন্ধু সুপ্রিয় মিত্র ও শানু গনজালভেস। আফগানিস্তানের কাবুলের আমেরিকান দূতাবাসে ওরা শেফের কাজ করতেন।সুপ্রিয় মিত্র ২০১৯ সালে ৬ জানুয়ারী ও শানু গনজালভেস ২০২০ সালের ডিসেম্বর মাসে কাবুল এয়্যারবেসে আমেরিকান দূতাবাসে শেফ হিসাবে কাজে যোগ দিয়েছিল।

দুজনে জানিয়েছেন,’ আফগানিস্তানকে তারা ধীরে ধীরে অশান্ত হতে দেখেছেন। তারা ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই আফগানিস্তানের বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠী। নিয়মিত তারা সেই খবর পাচ্ছিলেন।গ্রেনেড হামলা,বোমা-গুলি শব্দে ওরাও ভাবতে শুরু করেছিলেন, প্রাণ নিয়ে দেশে ফিরতে পারবেন কিনা।

আরও পড়ুন : কৃষ্ণনগর পৌরসভায় নতুন পৌরবোর্ড গঠন

যদিও শেষ পর্যন্ত তারা দেশে ফিরতে পেরেছেন।সুপ্রিয় ২৮ জুলাই ও শানু দেশে ফিরেছেন এবং ফিরেছেন বাড়িতেও। বাড়ি ফিরে টিভির পর্দায় নিজেদের দীর্ঘদিনের থাকা সেই সব স্থান ছেড়ে আসা জায়গাগুলোর বর্তমান অবস্থা দেখে তারা ভীষণ শঙ্কিত।

যদিও তাদের অনেক সহকর্মী এখনো ফিরতে পারেননি। তাই তারাও যাতে ভালোভাবে দেশে ফিরতে পারেন, ঈশ্বরের কাছে তারা সেই প্রার্থনা করছেন।

আরও পড়ুন ::

Back to top button