ত্রিপুরা

ত্রিপুরা বিজেপিতে ভাঙন? বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দলেরই বিধায়ক সুদীপ

ত্রিপুরা বিজেপিতে ভাঙন? বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দলেরই বিধায়ক সুদীপ - West Bengal News 24

ত্রিপুরা দখলে মরিয়া তৃণমূল। আবার জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বিজেপির অন্দরে তীব্র চাপানউতোর। কারণ, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে সমস্যার শুরু। এটা কি ত্রিপুরায় বিজেপি শিবিরে ভাঙনের ইঙ্গিত? প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। তাতে তিনটি মূল প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। স্থানীয় ভাষা হিসাবে ওই পরীক্ষায় কীভাবে ইংরাজি স্থান পেল, সে প্রশ্ন তুলেছেন।

পরীক্ষার সিলেবাস নিয়েও প্রশ্ন তুলেছেন। কেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সিলেবাসের পরিসীমা নির্দিষ্ট নেই, সেই প্রশ্নও তোলেন বিধায়ক। এছাড়া স্থানীয়দের অধিকার কেন নিশ্চিত হল না পরীক্ষাতে, সে প্রসঙ্গেও ক্ষোভ উগড়ে দেন সুদীপ। তাঁর ফেসবুক পোস্ট নজর এড়ায়নি নেটিজেনদের।

আরো পড়ুন : ত্রিপুরায় ভোররাতে হোটেল ছাড়তে বাধ্য হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ‘তালিবানি শাসন চলছে’, তোপ TMC নেতার

এ প্রসঙ্গে টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‌সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বর্মনের পোস্ট। কী অবস্থা! মুখ্যমন্ত্রীকে জরুরি বিষয় বলার সুযোগ দলের সিনিয়র বিধায়কেরই নেই। পোস্ট করতে হয়।’‌

ত্রিপুরার রাজনীতিতে কান পাতলে জানা যাবে, বিপ্লব দেব এবং সুদীপ রায় বর্মন একই দলের নেতা হলেও, দু’জনের মধ্যে দূরত্ব প্রচুর। তার উপর আবার সম্প্রতি দিল্লি গিয়েছিলেন সুদীপ। তাঁর দিল্লি সফরের পর এরকম পোস্ট যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button