Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

মাঝ আকাশে প্রসব বেদনা, মার্কিন বিমানে সন্তান জন্ম দিলেন আফগান শরণার্থী মহিলা

মাঝ আকাশে প্রসব বেদনা, মার্কিন বিমানে সন্তান জন্ম দিলেন আফগান শরণার্থী মহিলা - West Bengal News 24

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে দলে দলে পালাচ্ছে নারী-পুরুষসহ হাজার হাজার মানুষ। পলায়নরত সেসব নাগরিকদের মধ্যে এক গর্ভবতী নারী উড়োজাহাজেই সন্তান জন্ম দিয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র খবরে বলা হয়, কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর উড়োজাহাজেই সন্তানের জন্ম দিয়েছেন এক আফগান নারী। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রোববার টুইটারে এক পোস্টে এ খবর দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিল সি-সেভেনটিন পরিবহন বিমানটি। তালেবানের দখলে যাওয়া আফগানিস্তান থেকে পালানোর জন্য তাদের সঙ্গী হয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী।

আরো পড়ুন : আফগানিস্তানে ‘পোস্টিং’ চাইল দেশের ২ নারী পুলিশ!

শনিবার মধ্যপ্রাচ্যের ওই ঘাঁটি থেকে দ্বিতীয় দফায় উড়াল দেয়ার পর উড়োজাহাজটি ২৮ হাজার ফুট উচ্চতায় পৌঁছালে বাতাসের চাপ কমে যায়। আর তখনই ওই নারীর প্রসবকালীন জটিলতা শুরু হয়। এ কারণে বিমানের কমান্ডার তার উড়োজাহাজের উচ্চতা কিছুটা নামিয়ে আনার সিদ্ধান্ত নেন। তাতে বিমানের ভেতরে বাতাসের চাপ কিছুটা বাড়ে এবং পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়ে আসে। তাতেই সেই আফগান নারীর জীবন বেঁচে যায় বলে টুইটে জানিয়েছে ইউএস এয়ার মবিলিটি কমান্ড।

উড়োজাহাজটি রামস্টাইন বিমান ঘাঁটিতে নামার সঙ্গে সঙ্গে বিমানবাহিনীর স্বাস্থ্যকর্মীরা উড়োজাহাজে ওঠেন এবং তাদের সহায়তায় সি-সেভেনটিনের কার্গো বে তে পৃথিবীর আলোয় আসে সেই আফগান নারীর কন্যা সন্তান। পরে তাদের কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনেই এখন ভালো আছে বলে বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওয়েবসাইট সহ অফলাইনেও খুব সক্রিয় তালেবান

আফগানিস্তান থেকে মার্কিন সেনা সদস্য ও নাগরিকদের সরিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে রামস্টাইন। কাবুল থেকে বিভিন্ন বিমানে করে বহু মানুষ সরাসরি কাতারে পৌঁছাচ্ছে। সেখান থেকে তাদের জার্মানিতে নেওয়া হচ্ছে সি-সেভেনটিন পরিবহন বিমানে করে।

কাতারে মার্কিন বাহিনীর ওই অস্থায়ী ঘাঁটিতে আর জায়গা না থাকায় গত শুক্রবার কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ প্রায় আট ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। রামস্টাইন এয়ার বেইজে পাঁচ হাজার মানুষকে রাখার ব্যবস্থা আছে। জরুরি ভিত্তিতে ওই ঘাঁটির ধারণ ক্ষমতা বাড়িয়ে সাড়ে সাত হাজার করা হচ্ছে বলে সিএনএন জানিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button