দল বিরোধী কাজের জন্য বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী উত্তরা বারুরি ও কিষান মোর্চার সভাপতি বুদ্ধদেব মাল্যকে বহিস্কার করল বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে।
বুধবার রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী উত্তরা বারুরীকে তার পদ থেকে বহিষ্কার করে চিঠি পাঠায় ।