নদীয়া

শান্তিপুর দ্বারিকানাথ বিদ্যালয়ে দুয়ারে সরকারের প্যান্ডেল, ফ্লেক্স, ব্যানার ছিঁড়ল দুষ্কৃতীরা

মলয় দে

শান্তিপুর দ্বারিকানাথ বিদ্যালয়ে দুয়ারে সরকারের প্যান্ডেল, ফ্লেক্স, ব্যানার ছিঁড়ল দুষ্কৃতীরা - West Bengal News 24

শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত দ্বারিকানাথ বিদ্যালয়ে দুয়ারে সরকারের দ্বিতীয় দফার দ্বিতীয় দিন ছিল আজ।

দূরত্ববিধিকে মান্যতা দিতে, স্কুলের সামনের মাঠে আয়োজিত হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। গতকাল দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ফ্লেক্স, ব্যানার এমনকি প্যান্ডেলের কাপড় ছিঁড়ে লন্ডভন্ড করেছে। চুরি গেছে ইন্টারনেট কানেকশনের মোডেম।

আজ সকালে দুয়ারে সরকারের বিভিন্ন কাউন্টারের সরকারি প্রতিনিধি এবং টেকনিশিয়ানরা এসে ঘটনাটি প্রথম লক্ষ্য করেন। গোটা বিষয়টি বিডিওকে জানানোর পর শান্তিপুর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পঞ্চায়েত সদস্যদের নিয়ে ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন ।

আরো পড়ুন : কৃষ্ণনগরে বিজেপি কর্মী পলাশ মণ্ডল খুনের তদন্ত শুরু করল সিবিআই

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা না গেলেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের অপকর্ম বলেই জানিয়েছেন স্থানীয়রা। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

এদিন আবার সকাল থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প পেতে পুরুষ-মহিলারা লাইনে দাঁড়িয়েছেন। তবে ইন্টারনেট কানেকশন এবং প্যান্ডেলের পুনঃনির্মাণের জন্য বেশ কিছুটা সময় লাগার কারণে সমস্ত প্রক্রিয়া ব্যঘাত ঘটতে পারে বলে অনুমান করছেন সরকারি প্রতিনিধিরা।

আরও পড়ুন ::

Back to top button