‘দেবশ্রী চৌধুরী রাজ্য সভাপতি হলে ১০ বিধায়কও বিজেপিতে থাকবে না’, বিস্ফোরক বিজেপি বিধায়ক
রায়গঞ্জের বিধায়ক এবং সাংসদের দ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলেছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গত কয়েকদিন ধরেই বেসুরো গাইছেন। বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসের বাইরে থাকা দেবশ্রী চৌধুরীর ছবি এবার ঢেকে দেওয়া হল। যা নিয়ে রায়গঞ্জে বিজেপির অন্দরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রকাশ্যে এবার দলের সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনলেন।
কৃষ্ণ কল্যাণীর কথায়, ‘রায়গঞ্জ থেকে বিধানসভা ভোটে টিকিট চেয়েছিলেন দেবশ্রী চৌধুরী। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও নাকি ছিলেন দেবশ্রী চৌধুরী। এখন শুনছি, রাজ্য বিজেপির সভাপতি হবেন দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী রাজ্য সভাপতি হলে ১০ বিধায়কও বিজেপিতে থাকবে না।’
রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর কথায়, ‘কৃষ্ণের মানসিক সমস্যা আছে। আমি ওঁর ব্যাপারে কিছু বলব না। আমি সংগঠন থেকে এসেছি।’
আরও পড়ুন : সাপের ছোবলে মৃত্যু চার বছরের শিশুকন্যার
প্রসঙ্গত, মুকুল রায় বিজেপি ছাড়তেই উত্তরবঙ্গের একাধিক বিধায়ক তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। সম্প্রতি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ও ফিরে গিয়েছেন তৃণমূলে। এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে বাড়ছে জল্পনা। কৃষ্ণ কল্যাণী বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেন।
রায়গঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী রাজীব ব্যানার্জি, মুকুল রায়দের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। বিধানসভা ভোটে হারার পর থেকে রাজীব ব্যানার্জিকেও আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি। রাজনৈতিক মহলের মতে, রাজীব ব্যানার্জিও তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন।
সূত্র: আজকাল