জাতীয়রাজনীতি

হঠাৎ ইস্তফা গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির, কারণ ঘিরে জল্পনা

Vijay Rupani resigned: হঠাৎ ইস্তফা গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির, কারণ ঘিরে জল্পনা - West Bengal News 24

গুজরাতের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপানি। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শনিবার এমনটাই ঘোষণা করলেন তিনি। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। মুখ্যমন্ত্রী হিসেবে সব ধরনের দায়িত্ব পালন করেছি। নতুন নেতৃত্বের হাতে গুজরাতের উন্নয়নের দায়িত্ব যাক।

দল আমাকে যা দায়িত্ব দিয়েছে আমি অনুগত সৈনিকের মতো তা পালন করেছি। গুজরাতের মানুষকে আমি ধন্যবাদ জানাই। এবার সাংগঠনিক কাজ করব। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি গুজরাতে বিধানসভা ভোটে লড়বে।’

আজ গান্ধীনগরে রাজভবনে গিয়ে রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে ইস্তফাপত্র দেন তিনি। বিজয় রূপানির ইস্তফায় টুইট করেছেন কংগ্রেস নেতা গৌরভ পান্ধী। তিনি লেখেন, ‘গুজরাতে কংগ্রেসের প্রচেষ্টার এটি ফল। মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর সরকারের ব্যর্থতার বিরুদ্ধে ৭ দিনের ‘কোভিড ন্যায় যাত্রা’ বিজেপি সরকারকে পুরোপুরিভাবে উন্মোচন করেছে এবং এর ফলস্বরূপ বিজেপি মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে বাধ্য হয়েছে।’

আরও পড়ুন : গুজরাট কঠোরভাবে লাভ জিহাদ এবং গরু গোহত্যাকারীদের মোকাবেলা করছে: বিজয় রুপানি

সেই সঙ্গে তিনি আরও লেখেন, সাত বছরের মধ্যে চার জন মুখ্যমন্ত্রী। একটি অস্থিতিশীল সরকারের অধীনে সরকারের ব্যর্থতার একটি জ্বলন্ত উদাহরণ।’

প্রসঙ্গত, মোদির পর ফের গুজরাতের এক মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের আগেই সরে যেতে হল। এর আগে ২০১৬-র অগাস্টে আনন্দীবেন প্যাটেল ইস্তফা দিয়েছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রূপানি। তাঁর নেতৃত্বেই ২০১৭-র বিধানসভা ভোটে ফের ক্ষমতায় আসে বিজেপি।

রূপানীর পদত্যাগের পর গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বিজেপি নেতা আর সি ফালাড়ু, সি আর পাটিল, নীতিন প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপৌলা, মনসুখ মাণ্ডব্যের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, পরবর্তী মুখ্যমন্ত্রী বাঁচতে রবিবার বৈঠকে বসছে বিজেপি।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button