রাজ্য

‘কাজহারা সাড়ে তিন কোটি, চাকরি কোথায়? ‘দেশ জবাব চাইছে’, তোপ অমিত মিত্রের

Amit Mitra : ‘কাজহারা সাড়ে তিন কোটি, চাকরি কোথায়? ‘দেশ জবাব চাইছে’, তোপ অমিত মিত্রের - West Bengal News 24

ভবানীপুর উপ-নির্বাচনে বেকারত্ব ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করেছে বিজেপি। পাল্টা জবাব দিতে প্রচারে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেসও৷ তারা ইস্যু করছে বিভিন্ন অর্থনীতিবিদদের রিপোর্ট। এরকম আবহে রবিবার বেকরত্ব নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারকে আক্রমণ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ তিনি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেল, দেশ আপনার কাছে জবাব চাইছে৷’

টুইটে অমিত মিত্রের অভিযোগ, ২০২১ অগস্টে ভারতে ৩.৬ কোটি মানুষ চাকরিহীন? কোনও আয় নেই, জীবিকা নেই, আশা নেই! তবুও, আপনার ‘স্পিন ডাক্তাররা’ ৩ কোটি ৬০ লক্ষ ভারতবাসীকে পুনরুদ্ধারের বিভ্রান্তিকর তথ্য পেশ করে চলেছে৷’

আরও পড়ুন : জলমগ্ন রাজধানীর রাস্তায় বসেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাকেশ টিকাইত সহ বহু কৃষক

করোনার কারণে জারি হওয়া লকডাউনে দেশে অগুনতি মানুষ কাজ হারিয়েছেন। মাত্র দেড় দু’ বছরে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ের সঙ্গে যুক্ত কর্মীরা ব্যাপক হারে কাজ হারিয়েছেন। যদিও পরে অল্প কিছু সংখ্যক মানুষ কাজে যোগ দিয়েছেন৷ ফের অগস্টে দেশের ১৫ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন৷ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ পেয়েছে৷

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৯৯.৩৮ মিলিয়ন বা প্রায় ৩৯ কোটি ৯৩ লক্ষ জুলাই মাসে ভারতে চাকরিরত ছিলেন। অগস্টে সেই পরিসংখ্যান কমে ৩৯৭.৭৮ মিলিয়ন বা ৩৯ কোটি ৭৭ লক্ষ দাঁড়িয়েছে।

জুলাইয়ে বেকারত্বের হার ছিল ৬.৯৫ শতাংশ। অগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশ। তার মধ্যে শহরের বেকারত্বের হার বেড়েছে ১.৫ শতাংশ। গ্রামাঞ্চলে হার বেড়েছে ১.৩ শতাংশ।

সূত্র: কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button