কলকাতা

কবি সুভাষ পর্যন্ত যাবে না সব ট্রেন, আজ থেকেই নতুন নিয়ম মেট্রোতে

Kolkata Metro : কবি সুভাষ পর্যন্ত যাবে না সব ট্রেন, আজ থেকেই নতুন নিয়ম মেট্রোতে - West Bengal News 24

সপ্তাহের মাঝেই বাড়ল মেট্রোর সংখ্যা। বুধবার থেকেই আরও ১০টি মেট্রো বাড়ানো হল। আজ থেকে আপ ও ডাউন লাইনে ২৪৬টির বদলে মোট ২৫৬টি মেট্রো চলবে। সকাল ও সন্ধেয় অফিস টাইমে ৫ মিনিট অন্তর মেট্রো চলবে। পরিষেবা শুরু ও শেষের কোনও পরিবর্তন হয়নি।

তবে এবার থেকে কবি সুভাষগামী সব মেট্রো কবি সুভাষে যাবে না। টালিগঞ্জ স্টেশনেই শেষ হয়ে যাবে কিছু মেট্রো। প্রসঙ্গত, উত্তরের শেষ স্টেশন দক্ষিণেশ্বরে অনেক ট্রেনই যায় না। সেগুলি অনেক ক্ষেত্রেই দমদম পর্যন্ত যায়। এবার থেকে দক্ষিণগামী মেট্রোগুলির ক্ষেত্রেও একই নিয়ম চালু হল।

আরও পড়ুন : শিশুদের মধ্যে হু হু করে ছড়াচ্ছে নতুন জ্বর, অজানা জ্বর নিয়ে এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন

সব মেট্রো কবি সুভাষ পর্যন্ত না গিয়ে মহানায়ক উত্তম কুমার স্টেশনেই যাত্রা শেষ করবে। আবার টালিগঞ্জ থেকেই দমদমের দিকে যাবে সেই মেট্রো। দিনে মোট ৩২টি মেট্রো এইভাবে নোয়াপাড়া পর্যন্ত যাবে।

মেট্রো সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে গত কয়েকমাসে বেশিরভাগ যাত্রী দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত যাতায়াত করছেন। আর সেই কথা মাথায় রেখেই টালিগঞ্জ ও দমদমের মধ্যে মেট্রো বাড়ানোর সংখ্যা ভাবা হচ্ছে।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button