জাতীয়

গৃহকর্তার ওপর অভিমান করে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা

গৃহকর্তার ওপর অভিমান করে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা - West Bengal News 24

রাগের মাথায় বাড়ি ছাড়েন গৃহকর্তা। পাঁচদিন পর ফিরে এসে দেখেন স্ত্রী, ছেলে, দুই মেয়ে ও নাতনি মারা গেছে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। খবর আনন্দাবাজার পত্রিকার।

পুলিশ বলছে, এক পরিবারের চার সদস্য আত্মহত্যা করেছেন। অনাহারে মৃত্যু হয়েছে ৯ মাসের এক শিশুরও।

এছাড়া পরিবারের আরেক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে মৃতদেহের সঙ্গে ঘরের মধ্যেই ছিল দুবছরের ওই শিশু।

বেঙ্গালুরু পুলিশের কর্মকর্তা সঞ্জীব এম পাতিল বলেন, বাড়ির মধ্যে আমরা পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছি। এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে দেখে মনে হচ্ছে চার জন আত্মহত্যা করেছেন। না খেতে পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাল্যবিবাহের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নতুন আইন নিয়ে রাজস্থান সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনদিন আগে তাদের মৃত্যু হয়েছে। দেহগুলোতে পচন ধরেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাঁচদিন আগে গৃহকর্তা এইচ শঙ্করের সঙ্গে তার মেয়ের ঝগড়া হয়। এরপর রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যান তিনি।

রাগ কমলে বাড়িতে ফোন করেন শঙ্কর নামের ওই ব্যক্তি। বেশ কয়েকবার ফোন করলেও কেউ ফোন তোলেননি। শুক্রবার তিনি বাড়ি ফিরে আসেন।

ঘরে ঢুকে স্ত্রী (৫০), ছেলে (২৭) ও দুই মেয়ের (৩৫ ও ৩৩) ঝুলন্ত দেহ দেখতে পান শঙ্কর। ঘরের মেঝেতে ৯ মাস বয়সি নাতনির লাশ পড়েছিল। আরেক নাতনি অবশ্য বেঁচে ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে বেঙ্গালুরু পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button