মালদা

১০০ দিনের কাজে আর্থিক তছরুপের অভিযোগ, কাঠগড়ায় TMC-র পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান

১০০ দিনের কাজে আর্থিক তছরুপের অভিযোগ, কাঠগড়ায় TMC-র পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান - West Bengal News 24

একশো দিনের প্রকল্পে কাঁচা ড্রেন সংস্কারে মালতীপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে লক্ষাধিক টাকা তছরূপের অভিযোগ উঠল। পুরো ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা।

এই মর্মে লিখিতভাবে চাঁচল-২ ব্লকের বিডিও ও মালতীপুর পঞ্চায়েত দপ্তরে গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জমা পড়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। অভিযোগ পেয়ে চাঁচল-২ ব্লকের বিডিও দিব‍্যজ্যোতি দাস তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, করোনাজয়ী ৬৮৫ জন

পরানীনগরের বাসিন্দা সৈয়দ জিয়াউল হক, উজ্জ্বল মিয়াঁরা অভিযোগ করে বলেন, ড্রেন সংস্কারের জন্য একশোদিন দিন প্রকল্পে বরাদ্দ হয় তিন লক্ষ, কুড়ি হাজার ন-শো টাকা।

কিন্তু কোনও কাজ না করেই ওই স্কিমের পুরো টাকাটায় গায়েব করা হয়েছে। এর পেছনে প্রধান ও উপপ্রধানের হাত রয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

মালতীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল হালিম ও উপপ্রধান মৌসুমী খাতুন সাফ জানিয়েছেন, সব অভিযোগই মনগড়া।

আরও পড়ুন ::

Back to top button