বোলপুর পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে বাংলার বাড়ি প্রকল্পের উপভক্তাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বোলপুর পৌরসভা প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা নবান্ন থেকে সুডার আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৪ সালের ৯জুন সংসদের যৌথ অধিবেশনের ঘোষণা করা হয় স্বাধীনতার ৭৫ বছরপূর্তি উপলক্ষে ২০২২ সালের মধ্যে সমস্ত মানুষকে বাংলার বাড়ি আওতাভুক্ত আনতে হবে সেই লক্ষ্যেই বোলপুর পৌরসভা ২০১৫-১৬ সালে ১১৯০ টি ২০১৭-১৮সালে ৯৮৮ টি ২০১৮-১৯ সালে ১০০০টি উপভোক্তার বাড়ি অনুমোদন করেছে বোলপুর পৌরসভা এছাড়া ২০২০-২১ সালে ১৯৭২ টি বাড়ির অনুমোদন দিয়েছে বোলপুর পৌরসভা।
আরও পড়ুন : তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, অভিযুক্ত বিজেপির প্রধান
যেখানে উপভোগ তারা নিজেদের ব্যাংক একাউন্টে ২৫হাজার, টাকা রাখার পর প্রথম দফায় এক লক্ষ টাকা দ্বিতীয় দফায় ১ লক্ষ ৪৩ হাজার টাকা ও তৃতীয় দফায় এক লক্ষ টাকা মোট ৩ লাখ ৬৮ হাজার টাকা পর্যায়ক্রমে কিস্তি অনুযায়ী অর্থ প্রদান করা হবে। একটি বাড়ি তৈরীর ক্ষেত্রে রাজ্য সরকারের অর্থ ১ লাখ ৯৩ হাজার কেন্দ্র সরকারের দেড় লক্ষ টাকা অনুদানে বাংলার বাড়ি তৈরি হতে চলেছে। এতে খুশি বোলপুর শহরের উপভক্তারা।